Section-106: বকেয়া কর কিস্তিতে পরিশোধ
বকেয়া কর কিস্তিতে পরিশোধ-
(১) বকেয়া কর কিস্তিতে পরিশোধ করিবার নিমিত্ত কমিশনার একজন খেলাপি করদাতাকে নির্ধারিত সময়সীমা, শর্ত ও পদ্ধতিতে অনুমতি প্রদান করিতে পারিবেন এবং কোন কিস্তি পরিশোধে ব্যর্থতার কারণে উত্তরূপ অনুমতি বাতিল করিতে পারিবেন।
(২) এই ধারার অধীন প্রদত্ত কিন্তিতে বকেয়া কর পরিশোধের সময়সীমা ১২ (বার) মাসের হইবে না।
Leave a Reply