Rule-73 | কোনো খেলাপি করদাতার অস্থাবর সম্পত্তি জব্দকরণ (seizure) পদ্ধতি
কোনো খেলাপি করদাতার অস্থাবর সম্পত্তি জব্দকরণ (seizure) পদ্ধতি।
(১) কোনো খেলাপি করদাতার নিকট হইতে প্রাপ্য বকেয়া কর আদায়ের লক্ষ্যে বকেয়া আদায় কর্মকর্তা সংশ্লিষ্ট খেলাপি করদাতার অস্থাবর সম্পত্তি জব্দকরণের লক্ষ্যে ফরম “মূসক-১৪.১০” এ একটি জব্দকরণ আদেশ বিধি ৭৫ এ বর্ণিত পদ্ধতিতে জারি করিবেন।
(২) বকেয়া আদায় কর্মকর্তা নিম্নবর্ণিত পদ্ধতিতে জব্দকৃত সম্পত্তি সংরক্ষণ করিবেন, যথা: \
(ক) তাহার বা তাহার অধীন কোনো কর্মকর্তার তত্ত্বাবধানে সংরক্ষণ:
(খ) কোনো নিরাপদ স্থানে স্থানান্তর;
(গ) খেলাপি করদাতার প্রাঙ্গণ তালাবদ্ধকরণ;
(ঘ) কোনো জিম্মাদারের জিম্মায় প্রদান; বা
(ঙ) তাহার সন্তুষ্টি মতে অন্যকোনো নিরাপদ স্থানে সংরক্ষণ।
(৩) জব্দকৃত সম্পত্তি খেলাপি করদাতার প্রাঙ্গণে তালাবদ্ধ করিয়া রাখিবার ক্ষেত্রে বকেয়া আদায় কর্মকর্তা বিধি ৭২ এর উপ-বিধি (৩) হইতে (৬) এ বিধৃত পদ্ধতি অনুসরণ করিবেন।
(৪) উপ-বিধি (১) এর অধীন জন্দকরণ আদেশ প্রাপ্তির পর খেলাপি করদাতা বা তাহার কোনো প্রতিনিধি বা দায়িত্বপ্রাপ্ত রিসিভার জব্দকৃত অস্থাবর সম্পত্তি বিক্রয়, স্থানান্তর বা হস্তান্তর করিতে পারিবেন না।
Leave a Reply