Rule-22 | চলমান ব্যবসা বিক্রয়ের পদ্ধতি
চলমান ব্যবসা বিক্রয়ের পদ্ধতি
(১) কোনো চলমান ব্যবসায়ের ক্রেতা এবং বিক্রেতা ফরম “মূসক-৪.২” এ যৌথ আবেদনের মাধ্যমে প্রদেয় সমুদয় কর ও বকেয়ার সমপরিমাণ অর্থের তফসিলি ব্যাংকের নিঃশর্ত ও অব্যাহত ব্যাংক গ্যারান্টি উক্ত ব্যবসা বিক্রয়ের অন্যূন ১৫ (পনের) দিন পূর্বে কমিশনার বরাবর দাখিল করিবেন।
(২) কমিশনার দাখিলকৃত ব্যাংক গ্যারান্টি যাচাই-আন্তে যথাযথ প্রাপ্তি সাপেক্ষে আবেদন প্রাপ্তির ৭ (সাত) দিনের মধ্যে চলমান ব্যবসা বিক্রয়ের অনুমতি প্রদান করিবেন।
(৩) চলমান ব্যবসায়ের বিক্রেতা উক্ত ব্যবসায়ের ক্রেতাকে নিম্নবর্ণিত তথ্যাদি প্রদান করিবেন,
যথা: –
(ক) মালিকানা সংক্রান্ত সর্বশেষ হালনাগাদ তথ্য
(খ) পূর্ণাঙ্গ আর্থিক বিবরণী;
(গ) সকল সম্পদের বিবরণী;
(ঘ) সকল দায়-দেনার বিবরণী;
(ঙ) মামলা সংক্রান্ত তথ্যাদি;
(চ) সরকারি বিভিন্ন দপ্তরের নিবন্ধন, লাইসেন্স, ইত্যাদির বিবরণী; এবং
(ছ) প্রাসঙ্গিক অন্যান্য তথ্য
Leave a Reply