Rule-17 | মূসক এজেন্ট মনোনয়ন
মূসক এজেন্ট মনোনয়ন–
(১) কোনো অনাবাসিক ব্যক্তি তাহার পক্ষে আইনের অধীন মূসক কর্তৃপক্ষের সহিত কোনো কার্য সম্পাদনের লক্ষ্যে মূসক এজেন্ট মনোনয়ন করিবেন।
[*]
(৫) এজেন্টের মনোনয়ন অকার্যকর হইবে, যদি
(ক) অনাবাসিক ব্যক্তি [***] উক্ত নিয়োগ বাতিল করেন;
(খ) মূসক এজেন্টের এজেন্ট নম্বর বাতিল হয়;
(গ) অনাবাসিক ব্যক্তির অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা বন্ধ হইয়া যায়; বা
(ঘ) আইন বা এই বিধিমালার অধীন মূসক এজেন্ট কর্তৃক কোনো অপরাধ সংঘটিত হয়।
Leave a Reply