Rule-13 | ব্যবসায়ের স্থান পরিবর্তন
ব্যবসায়ের স্থান পরিবর্তন—
((১) কোনো নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তির ব্যবসায়ের স্থান পরিবর্তন করিবার প্রয়োজন হইলে, উক্ত পরিবর্তনের অন্যূন ১৫ (পনের) দিন পূর্বে অনলাইনে দাখিলের ক্ষেত্রে, আবাসিক ব্যক্তির জন্য ফরম “মূসক- ২.১”, অনাবাসিক ব্যক্তির জন্য ফরম “মূসক-২.২” এবং কাগুজে আবেদনের জন্য ফরম “মূসক-২.৫” -তে সংশ্লিষ্ট কমিশনারেটের অসংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তা] বরাবর আবেদন করিতে হইবে।]
(২) উপ-বিধি (১) এর অধীন প্রাপ্ত আবেদন যাচই-আন্তে আবেদনে বর্ণিত তথ্যাদি যথাযথ পাওয়া গেলে [সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তা],
(ক) আন্তঃকমিশনারেট স্থানান্তরের ক্ষেত্রে
(অ) সকল বকেয়া, যদি থাকে, নির্ধারণপূর্বক উহা আবেদনকারীকে অবহিত করিবেন, এবং
(আ) নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তি নূতন যে কমিশনারেটের কর্মএলাকায় স্থানান্তরিত হইতে চাহেন, নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তির বকেয়া ও অন্যান্য সকল তথ্যাদিসহ সেই কমিশনারেটে স্থানান্তরের অনুমতি প্রদান করিবেন।
(খ) একই কমিশনারেটের কর্মএলাকায় একস্থান হইতে অন্য স্থানে স্থানান্তরের ক্ষেত্রে উহা স্থানান্তর করিয়া আবেদনকারীকে অবহিত করিবেন।
Leave a Reply