Rule-107 | সহায়তাকারীর সম্মানী (NEED TO INPUT CORRECTLY)
সহায়তাকারীর সম্মানী।(১) আইন ও এই বিধিমালার আওতাভুক্ত কোনো বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে আবেদনকারীর মনোনীত সহায়তাকারীকে নিম্নের টেবিলে সংশ্লিষ্ট বিরোধের ক্ষেত্রে উল্লিখিত পরিমাণ বা হারে বিরোধীয় বিষয়ের উপর সম্মানী ও মূল্য সংযোজন করসহ অন্যান্য কর (যদি প্রযোজ্য হয়) প্রদান করিতে হইবে, যথাঃ
টেবিল
বিরোধীয় বিষয় ও মূল্য
(ক) ন্যায্য বাজার মূল্য সংক্রান্ত বিরোধের ক্ষেত্রে
(খ)
তর্কিত রাজস্ব ফাঁকি সংক্রান্ত বিরোধের ক্ষেত্রে:
১. ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা পর্যন্ত ২. ২,০০,০০১ (দুই লক্ষ এক) টাকা হইতে
৫,০০,০০০ (পাঁচ লক্ষ) টাকা পর্যন্ত
৩. ৫,০০,০০১ (পাঁচ লক্ষ এক) টাকা হইতে
১০,০০,০০০ (দশ লক্ষ) টাকা পর্যন্ত
সম্মানীর পরিমাণ
প্রতি সভায় অংশ গ্রহণের জন্য ৫
(পাঁচ) হাজার টাকা
[বিরোধীয় মূল্যের ৫%
বিরোধীয় মূল্যের ৪%
অনধিক ১৫ (পনের) হাজার টাকা
বিরোধীয় মূল্যের ৩%
অনধিক ২৫ (পঁচিশ) হাজার টাকা
৪. ১০,০০,০০১ (দশ লক্ষ এক) টাকা হইতে ২৫,০০,০০০ (পঁচিশ লক্ষ) টাকা পর্যন্ত।
ব্যবসায় ভ্যাট আইনের প্রয়োগ।
বিরোধীয় মূল্যের ২.৫%
৫. ২৫,০০,০০১ (পঁচিশ লক্ষ এক) টাকা এর ঊর্ধ্বে বিরোধীয় মূল্যের ২%
অনধিক ৫০ (পঞ্চাশ) হাজার টাকা
(গ)
মূল্য সংযোজন কর সংক্রান্ত অন্যান্য বিরোধের ক্ষেত্রে
অনধিক ১ (এক) লক্ষ টাকা (পাঁচ) হাজার টাকা
প্রতি সভায় অংশ গ্রহণের জন্য ৫
(ঘ) টার্নওভার কর সংক্রান্ত বিরোধের ক্ষেত্রে
প্রতি সভায় অংশ গ্রহণের জন্য ৩
(তিন) হাজার টাকা
(২) উপ-বিধি (১) এ বর্ণিত সম্মানী সংক্রান্ত ব্যয়ের ৫০% সরকার এবং ৫০% আবেদনকারী প্রদান
করিবেন।
Leave a Reply