Category VAT & SD Rules-2016

Rule-82 | ব্যাংক বা গণকর্মচারীর তত্ত্বাবধানে থাকা সম্পদ ক্রোক বা জব্দকরণ

ব্যাংক বা গণকর্মচারীর তত্ত্বাবধানে থাকা সম্পদ ক্রোক বা জব্দকরণ

খেলাপি করদাতার কোনো সম্পদ ব্যাংক বা গণকর্মচারীর তত্ত্বাবধানে থাকিলে বকেয়া আদায় কর্মকর্তা তাহা ক্রোক বা জব্দ করিতে পারিবেন।

Rule-81 | শেয়ার বা হস্তান্তরযোগ্য দলিল (negotiable instrument) জব্দকরণ

শেয়ার বা হস্তান্তরযোগ্য দলিল (negotiable instrument) জব্দকরণ।

বকেয়া আদায় কর্মকর্তা কোনো খেলাপি করদাতার কোনো শেয়ার বা হস্তান্তরযোগ্য দলিল (negotiable instrument) জন্ম করিতে পারিবেন।

Rule-80 | কর্মচারীর বেতন ক্রোককরণ

কর্মচারীর বেতন ক্রোককরণ।

কোনো খেলাপি করদাতা চাকুরিজীবী হইলে বকেয়া আদায় কর্মকর্তা তাহার সম্পূর্ণ বেতন বা তাহার অংশবিশেষ ক্রোক করিতে পারিবেন।

Rule-79 | ডিক্রি স্থগিতকরণ

ডিক্রি স্থগিতকরণ।—

(১) ধারা ৯৫ এর উপ-ধারা (৫) এর দফা (ছ) এর উদ্দেশ্য পূরণকল্পে, কোনো দেওয়ানী আদালত কর্তৃক দেওয়ানী কার্যবিধি, ১৯০৮ এর অধীন অর্থ পরিশোধের বা কোনো বন্ধকি সম্পত্তি বিক্রির ডিক্রি প্রদানের ক্ষেত্রে, বকেয়া কর আদায় কর্মকর্তা ডিক্রি প্রদানকারী আদালতকে নিম্নবর্ণিত সময় পর্যন্ত ডিক্রি স্থগিত রাখিতে ফরম “মূসক-১৪.১২” এর মাধ্যমে অনুরোধ করিতে পারিবেন, যথা:

(ক) বকেয়া কর আদায় কর্মকর্তা কর্তৃক প্রদত্ত সার্টিফিকেট প্রত্যাহার করা; বা

(খ) খেলাপি করদাতা বা বকেয়া কর আদায় কর্মকর্তা উক্ত আদালতে ডিক্রি কার্যকর করিবার জন্য আবেদন করা।

(২) উপ-বিধি (১) এর দফা (খ) এর অধীন আবেদন প্রাপ্তির পর আদালত দেওয়ানী কার্যবিধি, ১৯০৮ অনুযায়ী বর্ণিত ডিক্রি নিষ্পত্তি করিবেন।

Rule-78 | যে সম্পত্তি ক্রোক বা জব্দ করা যাইবে না

যে সম্পত্তি ক্রোক বা জব্দ করা যাইবে না।

দেওয়ানী কার্যবিধি, ১৯০৮ এর ধারা ৬০ এর শর্তাংশের বিধান অনুযায়ী যেইসকল সম্পত্তি ক্রোক বা জব্দযোগ্য নয় তাহা ধারা ৯৫ এর উপ-ধারা (৫) এর দফা (ছ) অনুযায়ী ক্রোক বা জব্দ করা যাইবে না।

Rule-77 | সুদ, খরচ, চার্জ, ইত্যাদি

সুদ, খরচ, চার্জ, ইত্যাদি।

কোনো খেলাপি করদাতার নিকট হইতে বকেয়া কর আদায়ের ক্ষেত্রে বকেয়া করের উপর প্রযোজ্য সুদ, আদায়ের লক্ষ্যে গৃহীত কার্যক্রম সম্পাদনে ব্যয়িত অর্থ, চার্জ, ফি ইত্যাদি খেলাপি করদাতার নিকট হইতে আদায়যোগ্য হইবে।

Rule-76 | খেলাপি করদাতার ব্যবসা অঙ্গন তালাবদ্ধকরণ, অস্থাবর সম্পত্তি জব্দকরণ বা স্থাবর সম্পত্তি ক্রোককরণে অসহযোগিতা বা বাধা প্রদান

খেলাপি করদাতার ব্যবসা অঙ্গন তালাবদ্ধকরণ, অস্থাবর সম্পত্তি জব্দকরণ বা স্থাবর সম্পত্তি ক্রোককরণে অসহযোগিতা বা বাধা প্রদান।

খেলাপি করদাতা তাহার ব্যবসা প্রতিষ্ঠান তালাবদ্ধকরণকালে, অস্থাবর সম্পত্তি জব্দকরণ বা স্থাবর সম্পত্তি ক্রোককরণে অসহযোগিতা বা বাধা প্রদান করিলে অথবা তালাবদ্ধকরণ পরবর্তীকালে তালা খুলিয়া বা ভাঙ্গিয়া ফেলিলে অথবা খুলিবার বা ভাঙ্গিবার চেষ্টা করিলে বকেয়া আদায় কর্মকর্তা দেওয়ানী কার্যবিধি, ১৯০৮ এর ধারা ৭৪ এর বিধান অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করিবেন।

Rule-75 | কোনো খেলাপি করদাতার অস্থাবর সম্পত্তি জব্দকরণ (seizure) বা স্থাবর সম্পত্তি ক্রোকের (attachment) আদেশ জারি

কোনো খেলাপি করদাতার অস্থাবর সম্পত্তি জব্দকরণ (seizure) বা স্থাবর সম্পত্তি ক্রোকের (attachment) আদেশ জারি।

কোনো খেলাপি করদাতার নিকট হইতে বকেয়া কর আদায়ের লক্ষ্যে বকেয়া আদায় কর্মকর্তা নিম্নবর্ণিত সংশ্লিষ্ট খেলাপি করদাতার স্থাবর সম্পত্তি ক্রোক বা অস্থাবর সম্পত্তি

জব্দ করিবার আদেশ জারি করিবেন, যথা:

(ক) খেলাপি করদাতা বা তাহার প্রতিনিধি বা রিসিভারকে প্রদান করিয়া;

(খ) খেলাপি করদাতার জ্ঞাত ঠিকানায় উহা রেজিস্টার্ড ডাকযোগে প্রেরণ করিয়া;

(গ) খেলাপি করদাতার ই-মেইলে বা ফ্যাক্সে প্রেরণ করিয়া;

(ঘ) খেলাপি করদাতার জ্ঞাত আবাসস্থল বা ঠিকানায় সাঁটিয়া বা লটকাইয়া দিয়া;

(ঙ) এক বা একাধিক জাতীয় পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ করিয়া; বা

(চ) বকেয়া আদায় কর্মকর্তার দপ্তরের নোটিশ বোর্ডে সাঁটিয়া বা লটকাইয়া দিয়া।

Rule-74 | কোনো খেলাপি করদাতার স্থাবর সম্পত্তি ক্রোক (attachment) পদ্ধতি

কোনো খেলাপি করদাতার স্থাবর সম্পত্তি ক্রোক (attachment) পদ্ধতি।—

(১) কোনো খেলাপি করদাতার নিকট প্রাপ্য বকেয়া কর আদায়ের লক্ষ্যে বকেয়া আদায় কর্মকর্তা সংশ্লিষ্ট খেলাপি করদাতার স্থাবর সম্পত্তি ক্রোককরণের লক্ষ্যে ফরম “মূসক-১৪.১১” এ একটি ক্রোক আদেশ বিধি ৭২ এ বর্ণিত পদ্ধতিতে জারি করিবেন। (২) ক্রোকি স্থাবর সম্পত্তি বকেয়া আদায় কর্মকর্তা তাহার বা তাহার অধীন কোনো কর্মকর্তার দখলে নিবেন।

(৩) উপ-বিধি (১) এর অধীন ক্রোক আদেশ প্রাপ্তির পর খেলাপি করদাতা বা তাহার কোনো প্রতিনিধি বা দায়িত্বপ্রাপ্ত রিসিভার ক্রোকি স্থাবর সম্পত্তি বিক্রয়, স্থানান্তর বা হস্তান্তর করিতে পারিবেন না।

(৪) খেলাপি করদাতার ক্রোকি স্থাবর সম্পত্তি হস্তান্তর, উহাতে বিদ্যুৎ, গ্যাস, টেলিফোনসহ অন্যান্য সেবা সরবরাহ বন্ধ রাখিবার জন্য বকেয়া আদায় কর্মকর্তা ফরম “মূসক-১৪.৭” এ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করিতে পারিবেন এবং উহা প্রতিপালন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জন্য বাধ্যতামূলক হইবে।

Rule-73 | কোনো খেলাপি করদাতার অস্থাবর সম্পত্তি জব্দকরণ (seizure) পদ্ধতি

কোনো খেলাপি করদাতার অস্থাবর সম্পত্তি জব্দকরণ (seizure) পদ্ধতি।

(১) কোনো খেলাপি করদাতার নিকট হইতে প্রাপ্য বকেয়া কর আদায়ের লক্ষ্যে বকেয়া আদায় কর্মকর্তা সংশ্লিষ্ট খেলাপি করদাতার অস্থাবর সম্পত্তি জব্দকরণের লক্ষ্যে ফরম “মূসক-১৪.১০” এ একটি জব্দকরণ আদেশ বিধি ৭৫ এ বর্ণিত পদ্ধতিতে জারি করিবেন।

(২) বকেয়া আদায় কর্মকর্তা নিম্নবর্ণিত পদ্ধতিতে জব্দকৃত সম্পত্তি সংরক্ষণ করিবেন, যথা: \

(ক) তাহার বা তাহার অধীন কোনো কর্মকর্তার তত্ত্বাবধানে সংরক্ষণ:

(খ) কোনো নিরাপদ স্থানে স্থানান্তর;

(গ) খেলাপি করদাতার প্রাঙ্গণ তালাবদ্ধকরণ;

(ঘ) কোনো জিম্মাদারের জিম্মায় প্রদান; বা

(ঙ) তাহার সন্তুষ্টি মতে অন্যকোনো নিরাপদ স্থানে সংরক্ষণ।

(৩) জব্দকৃত সম্পত্তি খেলাপি করদাতার প্রাঙ্গণে তালাবদ্ধ করিয়া রাখিবার ক্ষেত্রে বকেয়া আদায় কর্মকর্তা বিধি ৭২ এর উপ-বিধি (৩) হইতে (৬) এ বিধৃত পদ্ধতি অনুসরণ করিবেন।

(৪) উপ-বিধি (১) এর অধীন জন্দকরণ আদেশ প্রাপ্তির পর খেলাপি করদাতা বা তাহার কোনো প্রতিনিধি বা দায়িত্বপ্রাপ্ত রিসিভার জব্দকৃত অস্থাবর সম্পত্তি বিক্রয়, স্থানান্তর বা হস্তান্তর করিতে পারিবেন না।