Section-27: করযোগ্য আমদানির ক্ষেত্রে মূসক আদায় পদ্ধতি

করযোগ্য আমদানির ক্ষেত্রে মূসক আদায় পদ্ধতি-

কাস্টমস আইনের অধীন যে পদ্ধতি ও সময়ে আমদানি শুল্ক আদায় করা হয় সেই একই পদ্ধতি ও সময়ে, আমদানির উপর আমদানি শুল্ক প্রযোজ্য না হইলেও করযোগ্য আমদানির উপর মূসক আদায় করিতে হইবে।