Section-131: করণিক ত্রুটি, ইত্যাদির সংশোধন

করণিক ত্রুটি, ইত্যাদির সংশোধন—

এই আইন বা তদধীন প্রণীত বিধিমালার অধীন কৃত কোন কর্মকান্ডে কোন করণিক বা গাণিতিক ভুল-ত্রুটি থাকিলে মূসক কর্মকর্তা উক্ত ভুল-ত্রুটি সংশোধন করিতে পারিবেন।