Rule-57(Ka) | কর নির্ধারণ পদ্ধতি
কর নির্ধারণ পদ্ধতি
(১) কোনো নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তি ধারা ৬৪ এর উপ-ধারা (১) এ বর্ণিত সময়ের মধ্যে দাখিলপত্র পেশ করিতে ব্যর্থ হইলে ফরম “মূসক-১১.১” এ কেমিশনার বা আইনের ধারা ৮৬ এর সারণীতে বর্ণিত যথোপযুক্ত কর্মকর্তা] তাহাকে বিলম্বে দাখিলপত্র পেশ করিবার জন্য নোটিশ প্রদান করিবেন।
(২) নোটিশ প্রদানের ২১ (একুশ) দিনের মধ্যে যদি উক্ত ব্যক্তি দাখিলপত্র পেশ করিতে ব্যর্থ হন, তাহা হইলে সংশ্লিষ্ট কমিশনার বা আইনের ধারা ৮৬ এর সারণীতে বর্ণিত যথোপযুক্ত কর্মকর্তা ধারা ৭৩ অনুসরণপূর্বক কর নির্ধারণের লক্ষ্যে প্রাথমিক নোটিশ জারি করিয়া উহা চূড়ান্ত করিতে পারিবেন।
(৩) উপ-বিধি (১) এ উল্লিখিত নোটিশ প্রদানের পর উপ-বিধি (২) এ বর্ণিত সময়ের মধ্যে দাখিলপত্র পেশ করিতে ব্যর্থ হইলে বোর্ড ভ্যাট অনলাইন সিস্টেমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে তাহার আমদানি রপ্তানি, উৎসে কর্তনযোগ্য সরবরাহ প্রদান সাময়িকভাবে স্থগিত করিবার লক্ষ্যে বিআইএন সাময়িকভাবে অকার্যকর (Locked) করিতে পারিবে এবং দাখিলপত্র পেশ করিবার ২ (দুই) দিনের মধ্যে উহা স্বয়ংক্রিয়ভাবে কার্যকর (Unlocked) হইবে।
Leave a Reply