Rule-56 | বৈদেশিক পর্যটকদের কর ফেরত

বৈদেশিক পর্যটকদের কর ফেরত।-

(১) কোনো বৈদেশিক পর্যটক এই বিধির বিধান সাপেক্ষে তাহার করযোগ্য পণ্য ক্রয়ের বিপরীতে পরিশোধিত মূল্য সংযোজন কর ফেরত পাইবেন।

(২) নিম্নবর্ণিত পণ্যের ক্ষেত্রে কর ফেরত প্রযোজ্য হইবে না, যথা:

(ক) রপ্তানি নিষিদ্ধ পণ্য;

(খ) আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক দ্রব্য বা সমজাতীয় অন্যকোনো পণ্য; এবং

(গ) বোর্ড কর্তৃক আদেশ দ্বারা নির্ধারিত অন্যকোনো পণ্য।

(৩) কোনো বৈদেশিক পর্যটক উপ-বিধি (১) এর অধীন ফেরত দাবি করিতে পারিবেন, যদি তিনি—

(ক) ১ (এক) পঞ্জিকাবর্ষে ১৮০ (একশত আশি) দিন বা তাহার কম সময় বাংলাদেশে অবস্থান করেন;

(খ) কোনো বিমানের ক্রু সদস্য না হন; এবং

(গ) বাংলাদেশের কোনো আন্তর্জাতিক বিমান বন্দর দিয়া প্রস্থান (depart) করেন।

(৪) কোনো বৈদেশিক পর্যটক উপ-বিধি (১) এর অধীন ফেরত দাবি করিতে পারিবেন, যদি তিনি—

(ক) “VAT Refund For Tourists” চিহ্নিত কোনো দোকান হইতে পণ্য ক্রয় করেন;

(খ) পণ্যটি বাংলাদেশের বাহিরে ডোগের উদ্দেশ্যে ক্রয় করেন;

(গ) ক্রীত পণ্যের প্রতিটি মূসক চালানে প্রদর্শিত মূল্য (মূসক ব্যতীত) ৫,০০০ (পাঁচ হাজার) টাকার ঊর্ধ্বে হয়; এবং

(ঘ) পণ্য ক্রয়ের ৩ (তিন) মাসের মধ্যে তিনি প্রস্থান করেন।

(৫) বিধি ৫৭ এর বিধানানুযায়ী কোনো ব্যক্তিকে “VAT Refund For Tourists” চিহ্ন ব্যবহার করিবার অনুমতি প্রদান করা যাইবে এবং সেই ক্ষেত্রে উক্ত নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তি

(ক) বৈদেশিক পর্যটকের পাসপোর্ট পরীক্ষা করিয়া তাহার পরিচিতি ও কর ফেরত প্রাপ্তির শর্ত যাচাই-আন্তে যথাযথ প্রাপ্তি সাপেক্ষে তাহার অনুকূলে ফরম “মূসক- ১০.২° এ একটি “মূসক ফেরত সনদ (VAT Refund Certificate)” জারি করিবেন; এবং

(খ) উক্ত “মূসক ফেরত সনদ”-এর সহিত মূসক চালানপত্র সংযুক্ত করিয়া বৈদেশিক পর্যটককে প্রদান করিবেন।

(৬) আন্তর্জাতিক বিমান বন্দরের “VAT Refund” চিহ্নিত কাস্টমস ডেস্ক হইতে নিম্নবর্ণিত পদ্ধতিতে মূসক ফেরত প্রদান করা হইবে, যথা:

(ক) বৈদেশিক পর্যটক “মুসক ফেরত সনদ” ও সংশ্লিষ্ট মূসক চালানপত্রসহ ক্রীত পণ্যাদি সংশ্লিষ্ট শুল্ক কর্মকর্তার নিকট উপস্থাপন করিবেন;

(খ) বৈদেশিক পর্যটক কর্তৃক দাখিলকৃত “মুসক ফেরত সনদ” অনলাইনে যাচাই করিয়া তাহার সত্যতা নিশ্চিত হইলে ও পণ্যাদি যথাযথ পাওয়া গেলে সংশ্লিষ্ট শুল্ক কর্মকর্তা তাহার অনুকূলে ফেরত অনুমোদন করিয়া তাহাকে ফেরতযোগ্য অর্থ পরিশোধ করিবেন।

(৭) বোর্ড, সময়ে সময়ে, ফেরতযোগ্য অর্থ হইতে যৌক্তিক পরিমাণ অর্থ সেবা মাশুল (service charge) হিসাবে কর্তন করিতে পারিবে।