Rule-41 | টার্নওভার কর হিসাবরক্ষণ

টার্নওভার কর হিসাবরক্ষণ

যেকোনো তালিকাভুক্ত ব্যক্তিকে তাহার সরবরাহের স্থানে

(ক) তাহার সরবরাহ সংশ্লিষ্ট সকল ক্রয়-বিক্রয়ের হিসাব, যথাক্রমে, ফরম “মূসক-৬.১” ও “মূসক-৬,২” [বা, প্রযোজ্য ক্ষেত্রে, “মূসক-৬.২.১”] এ সংরক্ষণ করিবেন;

(খ) নিম্নবর্ণিত পদ্ধতিতে তালিকাভুক্ত ব্যক্তি টার্নওভার কর চালানপত্র জারি করিবেন, যথা:

(অ) প্রতিটি সরবরাহের বিপরীতে ফরম “মূসক-৬.৯” এ টার্নওভার কর চালানপত্র;

(আ) টার্নওভার কর চালানপত্র অর্থবৎসর ভিত্তিক সংখ্যানুক্রমিক হইবে;

(ই) তালিকাভুক্ত ব্যক্তি একাধিক স্থান হইতে সরবরাহ প্রদান করিলে প্রতিটি স্থানের জন্য আলাদা সংখ্যানুক্রমিক চালানপত্র জারি করিতে হইবে যাহাতে স্থানের ঠিকানা ও চালানপত্র নম্বর উল্লেখ থাকিবে; এবং

(ঈ) টার্নওভার কর চালানপত্র ২ (দুই) প্রস্থে জারি করিতে হইবে যাহার মূল চালানপত্রটি ক্রেতাকে প্রদান করিতে হইবে এবং অনুলিপি তালিকাভুক্ত ব্যক্তি তাহার ব্যবসায় প্রাঙ্গণে সংরক্ষণ করিবেন।