Rule-36 | করহার পরিবর্তনের ক্ষেত্রে সমন্বয়
করহার পরিবর্তনের ক্ষেত্রে সমন্বয়। – (১) কোনো নিবন্ধিত ব্যক্তি একটি হ্রাসকারী বা বৃদ্ধিকারী
সমন্বয় সাধন করিতে পারিবেন যদি উক্ত নিবন্ধিত ব্যক্তি সরবরাহের ক্ষেত্রে প্রযোজ্য প্রকৃত হার অপেক্ষা
ভিন্ন হারে বিশেষ কোনো সরবরাহের ক্ষেত্রে মূল্য সংযোজন কর পরিশোধ করিয়া থাকেন।
(২) প্রকৃত পরিশোধিত মূল্য সংযোজন করের পরিমাণ এবং সরবরাহের ক্ষেত্রে প্রদেয় মূল্য সংযোজন করের পরিমাণের মধ্যে পার্থক্যজনিত অর্থ হইল সমন্বয়যোগ্য অর্থের পরিমাণ। (৩) যেই কর মেয়াদে অর্থ পরিশোধ করা হইবে সেই কর মেয়াদের মূল্য সংযোজন কর দাখিলপত্রে সমন্বয় সাধন করিতে হইবে।
Leave a Reply