Rule-24(Ka) | অব্যবহৃত বা ব্যবহারের অনুপযোগী উপকরণের নিষ্পত্তিকরণ

অব্যবহৃত বা ব্যবহারের অনুপযোগী উপকরণের নিষ্পত্তিকরণ—

(১) কোনো নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তি তৎকর্তৃক ক্রীত মূল্য সংযোজন কর প্রদত্ত কোনো উপকরণ পরবর্তীতে ব্যবহারের অনুপযোগী বলিয়া মনে করিলে তিনি উহার নিষ্পত্তিকল্পে ফরম [“মূসক-8.8″] এ এতদ্‌সংক্রান্ত একটি আবেদনপত্র বিভাগীয় কর্মকর্তার কার্যালয়ে পেশ করিবেন।

(২) উপ-বিধি (১) অনুযায়ী অবহিত হইবার ১৫ (পনেরো) কার্যদিবসের মধ্যে বিভাগীয় কর্মকর্তা তদন্তপূর্বক উপ-বিধি (১) এ বর্ণিত উপকরণ নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তির ব্যবহারের অনুপযোগী বলিয়া সন্তুষ্ট হইলে তিনি উহা সরবরাহ বা বিনষ্টকরণের সিদ্ধান্ত প্রদান করিবেন এবং বিভাগীয় কর্মকর্তা সিদ্ধান্ত প্রদানের ৭ (সাত) দিনের মধ্যে একটি প্রতিবেদন কমিশনার বরাবর প্রেরণ করিবেন।

(৩) উপ-বিধি (২) এ প্রদত্ত নির্দেশ অনুযায়ী নিবন্ধিত ব্যক্তিকে তৎকর্তৃক উপ-বিধি (১) এ বর্ণিত উপকরণ বাবদ গৃহীত রেয়াত পরবর্তী দাখিলপত্রে বৃদ্ধিকারী সমন্বয়সাধন করিতে হইবে।