Rule 118( Kha) | সরবরাহ প্রদান হইতে সাময়িক বিরতির ঘোষণা

সরবরাহ প্রদান হইতে সাময়িক বিরতির ঘোষণা

(১) কোনো নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তি করযোগ্য সরবরাহ প্রদান হইতে সাময়িকভাবে বিরত থাকিতে চাহিলে তিনি অন্যূন ৪৮ (আটচল্লিশ) ঘণ্টা পূর্বে বিভাগীয় কর্মকর্তাকে উহা অবহিত করিবেন এবং উক্তরূপে অবহিত হইবার ২৪ (চব্বিশ) ঘণ্টার মধ্যে বিভাগীয় কর্মকর্তা বা তৎকর্তৃক মনোনীত কর্মকর্তা নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তির মজুত উপকরণ এবং প্রস্তুতকৃত পণ্যের বা সেবার সরেজমিন হিসাব গ্রহণ করিবেন।

(২) কোনো নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তি করযোগ্য সরবরাহ হইতে বিরত থাকিলে এবং পরবর্তীতে পুনরায় উহা আরম্ভ করিতে চাহিলে উক্তরূপ আরম্ভ করিবার পূর্ববর্তী কার্যদিবসে সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তাকে অবহিত করিতে হইবে।]