Rule-118 | মূল্য সংযোজন কর আইন, ১৯৯১ এর অধীন চলতি হিসাব (মূসক-১৮) এ স্থিত সমাপনী জের সমন্বয়

মূল্য সংযোজন কর আইন, ১৯৯১ এর অধীন চলতি হিসাব (মূসক-১৮) এ স্থিত সমাপনী জের সমন্বয়

(১) মূল্য সংযোজন কর আইন, ১৯৯১ অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত এর অধীন কোনো নিবন্ধিত ব্যক্তির চলতি হিসাব (মূসক-১৮) এ সমাপনী জের থাকিলে এবং উহা উক্ত আইনের অধীন প্রদেয় করের বিপরীতে সমন্বয় করিতে অসমর্থ হইলে আইন প্রবর্তনের তারিখে এই বিধির পরবর্তী বিধান সাপেক্ষে উক্ত স্থিত সমাপনী জের আইনের অধীন হ্রাসকারী সমন্বয় সাধন করিতে পারিবেন।

(২) উক্ত আইন এর অধীন কোনো নিবন্ধিত ব্যক্তি উক্ত আইনের অধীন স্থিত সমাপনী জের আইনের অধীন হ্রাসকারী সমন্বয় সাধন করিতে পারিবেন না, যদি

(ক) তিনি আইনের অধীন নিবন্ধিত না হন;

(খ) বিলুপ্ত

(গ) বিলুপ্ত

(ঘ) উক্ত আইন বা আইনের অধীন তাহার নিকট কোনো বকেয়া কর পাওনা থাকে।

(৩) কোনো নিবন্ধিত ব্যক্তি প্রতি কর মেয়াদে আইনের অধীন নীট প্রদেশ করের সর্বোচ্চ (৩০% (ত্রিশ শতাংশ)] পরিমাণ উক্ত উপকরণ কর হ্রাসকারী সমন্বয় সাধন করিতে পারিবেন।

(৪) উপ-বিধি (৩) এর অধীন হ্রাসকারী সমন্বয় সাধনের লক্ষ্যে নিবন্ধিত ব্যক্তি উক্ত আইন এর আওতায় দাখিলকৃত দাখিলপত্রসহ (মুসক ১৯) কমিশনারের নিকট আবেদন করিবেন।

(৫) কমিশনার আবেদন প্রাপ্তির এক মাসের মধ্যে উপ-বিধি (২) এর শর্তাদি যাচাইপূর্বক ফরম “মূসক-১৮.৬” এ একটি প্রত্যয়নপত্র ইস্যু করিবেন যাহার ভিত্তিতে নিবন্ধিত ব্যক্তি উক্ত আইন এর আওতায় স্থিত সমাপনী জের আইনের অধীন ব্যবস্থিত হইবে।

(৬) উক্ত আইন এর আওতায় একাধিক নিবন্ধন আইনের অধীন একটি নিবন্ধনের আওতায় কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে কমিশনার কর্তৃক ফরম “মূসক-১৮.৬” এ ইস্যুকৃত প্রতিটি প্রত্যয়নপত্রের বিপরীতে উল্লিখিত স্থিত সমাপনী জের আইনের অধীন নিবন্ধিত ব্যক্তি সমন্বিত আকারে হ্রাসকারী সমন্বয় সাধনের অধিকারী হইবেন।