Rule-114 | মূসক পরামর্শকের অপরাধ ও দন্ড
মূসক পরামর্শকের অপরাধ ও দন্ড।
(১) এই বিধির বিধান লংঘন মূসক পরামর্শকের জন্য দন্ডনীয় অপরাধ হইবে এবং সেই ক্ষেত্রে সংশ্লিষ্ট কমিশনারেট উক্ত পরামর্শককে] লিখিতভাবে কারণ দর্শানোর সুযোগ প্রদান করিয়া তাহার লাইসেন্স বাতিল করিতে পারিবে এবং অনুরূপ বাতিলকরণের পূর্বে সাময়িকভাবে লাইসেন্সের কার্যকারিতা স্থগিত করিতে পারিবে।
(২) উপ-বিধি (১) এর অধীন লাইসেন্স স্থগিতকরণের ক্ষেত্রে সংশ্লিষ্ট কমিশনারেট] অনধিক ৯০ (নব্বই) দিনের মধ্যে সংশ্লিষ্ট পরামর্শককে শুনানির সুযোগ প্রদানপূর্বক লাইসেন্স বাতিল করিবার বা না করিবার সিদ্ধান্ত গ্রহণ করিবে। [ব্যাখ্যা।- এই বিধির উদ্দেশ্য পূরণকল্পে, “সংশ্লিষ্ট কমশিনারটে” অর্থ মূসক পরামর্শক যে কমিশনারেটে নিবন্ধিত বা তালিকাভুক্ত সেই কমিশনারেট।]
Leave a Reply