Section-27: করযোগ্য আমদানির ক্ষেত্রে মূসক আদায় পদ্ধতি

করযোগ্য আমদানির ক্ষেত্রে মূসক আদায় পদ্ধতি-

কাস্টমস আইনের অধীন যে পদ্ধতি ও সময়ে আমদানি শুল্ক আদায় করা হয় সেই একই পদ্ধতি ও সময়ে, আমদানির উপর আমদানি শুল্ক প্রযোজ্য না হইলেও করযোগ্য আমদানির উপর মূসক আদায় করিতে হইবে।

আয়কর 

  • আয়কর বিশেষ অর্থে আয়ের উপর কর। সরকারি, বেসরকারি, নিবন্ধিত প্রতিষ্ঠান এর কর্মচারী এবং কর্মকর্তাদের উপর সাধারণত আয়কর আরোপ করা হয় বিধিসম্মত নিয়মে। আয়কর হচ্ছে সরকারি রাজস্ব বা আয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস। সাধারণ অর্থে যাদের উপর কর আরোপ করা হয় তাদেরকে বলা হয় করদাতা । প্রত্যক্ষ কর সাধারণত ব্যক্তির উপর প্রয়োগ করা হয়। আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর অধ্যায় ১ থেকে ২৩ পর্যন্ত আয়কর আইন এবং প্রয়োগ এর বিস্তারিত রয়েছে। যেখানে অনুচ্ছেদ সংখ্যা রয়েছে ১৮৭ টি ।

আয় এর উৎস

আয়ের প্রধান উৎস ৭ টি :

১. বেতন থেকে আয় । (ধারা-২১)
২. সিকিউরিটি থেকে আয় ।
৩. গৃহসম্পদ থেকে আয়। (ধারা-২৪)
৪. কৃষি থেকে আয় ।
৫. ব্যবসায় থেকে আয় ।
৬. মূলধনী অর্জন থেকে আয় ।
৭. অন্যান্য উৎস থেকে আয় ।