Blog

Rule-24(Kha) | দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বা ধ্বংসপ্রাপ্ত পণ্যের নিষ্পত্তিকরণ

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বা ধ্বংসপ্রাপ্ত পণ্যের নিষ্পত্তিকরণ—

(১) কোনো নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তি, তৎকর্তৃক প্রস্তুতকৃত বা উৎপাদিত বা সরবরাহের জন্য মজুদকৃত পণ্য কোনো দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বা ধ্বংসপ্রাপ্ত হইবার বা অন্য কোনো কারণে সরবরাহের অযোগ্য বলিয়া মনে করিলে তিনি উক্তরূপ সরবরাহের অযোগ্য পণ্যের নিষ্পত্তিকল্পে ফরম [“মূসক-৪.৫”] এ এতদসংক্রান্ত একটি আবেদনপত্র দুর্ঘটনা সংঘটিত হইবার ২ (দুই) দিনের মধ্যে বিভাগীয় কর্মকর্তার কার্যালয়ে পেশ করিবেন।

(২) উপ-বিধি (১) এ বর্ণিত আবেদনপত্র প্রাপ্তির পর বিভাগীয় কর্মকর্তা তদন্তপূর্বক উপ-বিধি (১) এ বর্ণিত দুর্ঘটনায় ধ্বংসপ্রাপ্ত বা ক্ষতিগ্রস্ত পণ্য মূল্য ও উহার সাথে সংশ্লিষ্ট প্রদেয় উৎপাদ করের পরিমাণ নির্ণয় করিবেন।

(৩) উপ-বিধি (২) এ বর্ণিত পণ্য হ্রাসকৃত মূল্যে আংশিক বা সম্পূর্ণভাবে সরবরাহযোগ্য বিবেচিত হইলে বিভাগীয় কর্মকর্তা উক্তরূপ পণ্যের যৌক্তিক সরবরাহমূল্য নির্ধারণ করিবেন।

(৪) বিভাগীয় কর্মকর্তা তাহার সন্তুষ্টি সাপেক্ষে, উপ-বিধি (১) এ বর্ণিত পণ্য আবেদন প্রাপ্তির ৩০ (ত্রিশ) দিনের মধ্যে সরবরাহ বা বিনষ্টকরণ বা অন্য কোনোরূপে নিষ্পত্তির সিদ্ধান্ত প্রদান করিবেন এবং বিভাগীয় কর্মকর্তা সিদ্ধান্ত প্রদানের ৭ (সাত) দিনের মধ্যে একটি প্রতিবেদন কমিশনার বরাবর প্রেরণ করিবেন।

(৫) বিভাগীয় কর্মকর্তার নিকট হইতে যথাযথ নির্দেশ প্রাপ্তির পর, নিবন্ধিত ব্যক্তি –

(ক) সম্পূর্ণভাবে ধ্বংসপ্রাপ্ত বা ক্ষতিগ্রস্ত পণ্যের ক্ষেত্রে, উক্ত পণ্য প্রস্তুতকরণ বা উৎপাদনে ব্যবহৃত উপকরণ বাবদ গৃহীত কর রেয়াত পরবর্তী দাখিলপত্রে বৃদ্ধিকারী সমন্বয় করিবেন; বা

(খ) দুর্ঘটনায় ধ্বংসপ্রাপ্ত বা ক্ষতিগ্রস্ত পণ্যের ক্ষেত্রে, ন্যায্য বাজার মূল্য ও বিভাগীয় কর্মকর্তা কর্তৃক অনুমোদিত হ্রাসকৃত মূল্যের তারতম্যের ভিত্তিতে আনুপাতিক হারে উপকরণ কর রেয়াত বাতিল করিয়া পরবর্তী দাখিলপত্রে সমন্বয় করিবেন।

Rule-24(Ka) | অব্যবহৃত বা ব্যবহারের অনুপযোগী উপকরণের নিষ্পত্তিকরণ

অব্যবহৃত বা ব্যবহারের অনুপযোগী উপকরণের নিষ্পত্তিকরণ—

(১) কোনো নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তি তৎকর্তৃক ক্রীত মূল্য সংযোজন কর প্রদত্ত কোনো উপকরণ পরবর্তীতে ব্যবহারের অনুপযোগী বলিয়া মনে করিলে তিনি উহার নিষ্পত্তিকল্পে ফরম [“মূসক-8.8″] এ এতদ্‌সংক্রান্ত একটি আবেদনপত্র বিভাগীয় কর্মকর্তার কার্যালয়ে পেশ করিবেন।

(২) উপ-বিধি (১) অনুযায়ী অবহিত হইবার ১৫ (পনেরো) কার্যদিবসের মধ্যে বিভাগীয় কর্মকর্তা তদন্তপূর্বক উপ-বিধি (১) এ বর্ণিত উপকরণ নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তির ব্যবহারের অনুপযোগী বলিয়া সন্তুষ্ট হইলে তিনি উহা সরবরাহ বা বিনষ্টকরণের সিদ্ধান্ত প্রদান করিবেন এবং বিভাগীয় কর্মকর্তা সিদ্ধান্ত প্রদানের ৭ (সাত) দিনের মধ্যে একটি প্রতিবেদন কমিশনার বরাবর প্রেরণ করিবেন।

(৩) উপ-বিধি (২) এ প্রদত্ত নির্দেশ অনুযায়ী নিবন্ধিত ব্যক্তিকে তৎকর্তৃক উপ-বিধি (১) এ বর্ণিত উপকরণ বাবদ গৃহীত রেয়াত পরবর্তী দাখিলপত্রে বৃদ্ধিকারী সমন্বয়সাধন করিতে হইবে।

Rule-24 | অনিবন্ধিত পাওনাদার কর্তৃক ঋণ পরিশোধে সম্পত্তি বিক্রয়ের পদ্ধতি

অনিবন্ধিত পাওনাদার কর্তৃক ঋণ পরিশোধে সম্পত্তি বিক্রয়ের পদ্ধতি।—

(১) অনিবন্ধিত পাওনাদার ঋণ আদায়ের লক্ষ্যে দায়বদ্ধ সম্পত্তি বিক্রয়ের পূর্বে সংশ্লিষ্ট কমিশনারকে কর নির্ধারণের লক্ষ্যে অনুরোধ করিবেন।

(২) কমিশনার উপ-বিধি (১) এর অধীন অনুরোধ প্রাপ্তির ৭ (সাত) দিনের মধ্যে আইন ও এই বিধির অধীন প্রযোজ্য করের পরিমাণ নির্ধারণ করিয়া উহা পরিশোধের সময় ও পদ্ধতি উল্লেখপূর্বক অনিবন্ধিত পাওনাদারকে অবহিত করিবেন।

(৩) অনিবন্ধিত পাওনাদার উক্ত কর পরিশোধ করিয়া কমিশনারকে অবহিত করিবেন।

(৪) অনিবন্ধিত পাওনাদার এই বিধির বিধান লংঘন করিলে তাহার উপর আইন ও এই বিধিমালার বিধান এমনভাবে প্রযোজ্য হইবে যেন তিনি একজন নিবন্ধিত ব্যক্তি।

Rule-23 | আগাম মূল্য পরিশোধিত টেলিযোগাযোগ সেবা গ্রহণকারী বা দ্রব্য ব্যবহারকারী ব্যক্তি কর্তৃক রেয়াত গ্রহণ পদ্ধতি

আগাম মূল্য পরিশোধিত টেলিযোগাযোগ সেবা গ্রহণকারী বা দ্রব্য ব্যবহারকারী ব্যক্তি কর্তৃক রেয়াত গ্রহণ পদ্ধতি।—

(১) নিম্নবর্ণিত প্রমাণাদি থাকা সাপেক্ষে এই বিধির পরবর্তী বিধান অনুসরণপূর্বক, আগাম পরিশোধিত উপকরণ কর রেয়াত গ্রহণ করিতে পারিবেন, যথা:

(ক) মূল্য পরিশোধের বিপরীতে সরবরাহকারী কর্তৃক সরবরাহ গ্রহীতার অনুকূলে জারিকৃত অর্থ প্রাপ্তির প্রাপ্তি স্বীকারপত্র;

(খ) আগাম পরিশোধিত মূল্য ২৫ (পঁচিশ) হাজার টাকার ওপর হইলে উহা ব্যাংকিং চ্যানেলে পরিশোধের প্রমাণপত্র; ও

(গ) আগাম পরিশোধিত মূল্য যে ন্যায্য বাজার মূল্য উহা প্রমাণের সপক্ষে প্রামাণ্য দলিলাদি

(২) সরবরাহ প্রদানকারী ও সরবরাহ গ্রহীতার মধ্যে সম্পাদিত বাণিজ্যিক চুক্তি ও উহাতে বর্ণিত মূল্য কমিশনারকে আগাম অবহিত করিতে হইবে।

Rule-22 | চলমান ব্যবসা বিক্রয়ের পদ্ধতি

চলমান ব্যবসা বিক্রয়ের পদ্ধতি

(১) কোনো চলমান ব্যবসায়ের ক্রেতা এবং বিক্রেতা ফরম “মূসক-৪.২” এ যৌথ আবেদনের মাধ্যমে প্রদেয় সমুদয় কর ও বকেয়ার সমপরিমাণ অর্থের তফসিলি ব্যাংকের নিঃশর্ত ও অব্যাহত ব্যাংক গ্যারান্টি উক্ত ব্যবসা বিক্রয়ের অন্যূন ১৫ (পনের) দিন পূর্বে কমিশনার বরাবর দাখিল করিবেন।

(২) কমিশনার দাখিলকৃত ব্যাংক গ্যারান্টি যাচাই-আন্তে যথাযথ প্রাপ্তি সাপেক্ষে আবেদন প্রাপ্তির ৭ (সাত) দিনের মধ্যে চলমান ব্যবসা বিক্রয়ের অনুমতি প্রদান করিবেন।

(৩) চলমান ব্যবসায়ের বিক্রেতা উক্ত ব্যবসায়ের ক্রেতাকে নিম্নবর্ণিত তথ্যাদি প্রদান করিবেন,

যথা: –

(ক) মালিকানা সংক্রান্ত সর্বশেষ হালনাগাদ তথ্য

(খ) পূর্ণাঙ্গ আর্থিক বিবরণী;

(গ) সকল সম্পদের বিবরণী;

(ঘ) সকল দায়-দেনার বিবরণী;

(ঙ) মামলা সংক্রান্ত তথ্যাদি;

(চ) সরকারি বিভিন্ন দপ্তরের নিবন্ধন, লাইসেন্স, ইত্যাদির বিবরণী; এবং

(ছ) প্রাসঙ্গিক অন্যান্য তথ্য

Rule-21 | উপকরণ-উৎপাদ সহগ ঘোষণাRule-21:

উপকরণ-উৎপাদ সহগ ঘোষণা—

ধারা ৩২ এর উপ-ধারা (৫) এর উদ্দেশ্য পূরণকল্পে কোনো নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তিকে পণ্য উৎপাদন বা সরবরাহের পূর্বে ফরম “মূসক-৪.৩” এ বিভাগীয় কর্মকর্তার নিকট একটি উপকরণ-উৎপাদ সহগ (Input-Output Coefficient) দাখিল করিতে হইবে যাহার একটি অনুলিপি বিভাগীয় কর্মকর্তা কর্তৃক সুপারিশসহ ১৫ (পনেরো) কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট কমিশনারের নিকট প্রেরণ করিতে হইবে। তবে, শতভাগ রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান কর্তৃক রপ্তানিযোগ্য বা রপ্তানিকৃত পণ্যের ক্ষেত্রে এইরূপ ঘোষণা প্রদান করিতে হইবে না।]

Rule-20 | পণবিহীন করযোগ্য সরবরাহের মূল্য নির্ধারণ

পণবিহীন করযোগ্য সরবরাহের মূল্য নির্ধারণ-

(১) ধারা ৩২ এর উপ-ধারা (৪) এর অধীন সরবরাহের ক্ষেত্রে, কোনো নিবন্ধিত ব্যক্তি কোনো অর্থ বৎসরে নমুনা হিসাবে সর্বোচ্চ ২০ (বিশ) হাজার টাকা মূল্য মানের সরবরাহ প্রদান করিতে পারিবেন।

(২) উপ-বিধি (১) এর উদ্দেশ্য পূরণকল্পে, কোনো নিবন্ধিত ব্যক্তি একটি অর্থ বৎসরে এক বা একাধিক সরবরাহের মাধ্যমে উক্ত উপ-বিধিতে বর্ণিত অর্থের নমুনা শূন্য পণ হিসেবে প্রদর্শন করিতে পারিবেন।

(৩) উপ-বিধি (১) এ বর্ণিত অর্থ ন্যায্য বাজার মূল্য দ্বারা নির্ধারিত হইবে।

Rule-19 | আমদানি পর্যায়ে পরিশোধিত আগাম কর সমন্বয় ও ফেরত

আমদানি পর্যায়ে পরিশোধিত আগাম কর সমন্বয় ও ফেরত–

(১) আমদানি পর্যায়ে আগাম কর পরিশোধকারী নিবন্ধিত [*] ব্যক্তি ধারা ৩১ এর উপ-ধারা (৩) এ বর্ণিত করমেয়াদের দাখিলপত্রে পরিশোধিত সমুদয় আগাম কর হ্রাসকারী সমন্বয় সাধন করিতে পারিবেন।

(২) উপ-বিধি (১) এর উদ্দেশ্য পূরণকল্পে, নিবন্ধিত [**] ব্যক্তি সংশ্লিষ্ট কর মেয়াদের সমুদয় প্রদেয় কর হইতে পরিশোধিত সমুদয় আগাম কর বিয়োগ করিয়া হ্রাসকারী সমন্বয় সাধন করিবেন।

(৩) আমদানি পর্যায়ে আগাম কর পরিশোধকারী ব্যক্তি নিম্নবর্ণিত শর্ত ও পদ্ধতিতে পরিশোধিত সমুদয় আগাম কর ফেরত প্রদানের নিমিত্তে কমিশনারের নিকট আবেদন করিতে পারিবেন, যথা:

(ক) তাহাকে আমদানিকৃত পণ্যের সর্বশেষ ভোক্তা হইতে হইবে এবং তিনি বর্ণিত পণ্য অন্য কাহারো নিকট হস্তান্তর করিতে পারিবেন না;

(খ) যে তারিখে আগাম কর পরিশোধ করা হইবে সেই তারিখ হইতে [১২০ (একশত বিশ)] দিনের মধ্যে তাহাকে ফরম “মূসক-৪.১” এ নিকটবর্তী যেকোনো কমিশনার বরাবর অনলাইনে বা কাগুজে] আবেদন করিতে হইবে;

(গ) কমিশনার প্রাপ্ত আবেদন যাচাই-আন্তে যথাযথ প্রাপ্তি সাপেক্ষে আবেদনপ্রাপ্তির ১৫ (পনের) দিনের মধ্যে আবেদনকারীর অনুকূলে ফেরত প্রদানের বিষয়টি মঞ্জুরপূর্বক একটি ক্রসড চেক ইস্যু করিবেন অথবা আবেদনকারীর ব্যাংক হিসাবে মঞ্জুরীকৃত অর্থ স্থানান্তরের নির্দেশ প্রদান করিবেন।

Rule-18(Ga) | পশ্চাদ সংযোগ শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে পণ্য বা সেবা সরবরাহ

পশ্চাদ সংযোগ শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে পণ্য বা সেবা সরবরাহ-

পশ্চাদ সংযোগ শিল্প প্রতিষ্ঠান (প্রযোজ্য ক্ষেত্রে) কর্তৃক সরবরাহকৃত পণ্য বা সেবা নিম্নরূপ শর্তাধীনে আইনের ধারা ২ এর দফা (৬২) এর অধীন প্রচ্ছন্ন রপ্তানি বলিয়া গণ্য করা হইবে, যথা:

(ক) উক্ত শিল্প প্রতিষ্ঠানকে ১০০% রপ্তানিমুখী বন্ডেড ওয়্যারহাউস বা স্পেশাল বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্সধারী প্রতিষ্ঠানের অনুকূলে পণ্য সরবরাহ বা সেবা প্রদান করিতে হইবে;

(খ) উক্ত শিল্প প্রতিষ্ঠানের সরবরাহকৃত পণ্য বা সেবার অনুকূলে ইউটিলাইজেশন পারমিশন বা ইউটিলাইজেশন ডিক্লারেশন থাকিতে হইবে এবং উহাতে অভ্যন্তরীণ ব্যাক-টু-ব্যাক ঋণপত্র বা অভ্যন্তরীণ ঋণপত্রের নম্বর ও তারিখ, উক্ত শিল্প প্রতিষ্ঠানের নিকট হইতে পণ্য বা সেবা গ্রহণকারী ব্যক্তির মূসক নিবন্ধন নম্বর, নাম ও ঠিকানাসহ উক্ত ব্যক্তির অনুকূলে ইস্যুকৃত অভ্যন্তরীণ ব্যাক-টু-ব্যাক ঋণপত্রের নম্বর ও তারিখ উল্লেখ থাকিতে হইবে;

(গ) উক্ত ঋণপত্রসমূহ যে ব্যাংকে হইবে সেই ব্যাংক কর্তৃক সত্যায়িত ঋণপত্রের অনুলিপিসহ ইউটিলাইজেশন পারমিশন বা ইউটিলাইজেশন ডিক্লারেশনসমূহ উক্ত শিল্প প্রতিষ্ঠানের দখলে থাকিতে হইবে;

(ঘ) উক্ত শিল্প প্রতিষ্ঠান কর্তৃক সরবরাহকৃত পণ্য বা সেবার বিপরীতে প্রদত্ত উপকরণ কর, আইনের ধারা ৪৬ এবং সম্পূরক শুল্ক, আইনের ধারা ৬২ ও বিধি ৪৫ অনুযায়ী যথাক্রমে রেয়াত ও হ্রাসকারী সমন্বয় গ্রহণের ক্ষেত্রে আবেদনপত্রের সহিত দফা (খ) ও (গ) তে উল্লিখিত দলিলাদিসহ বৈদেশিক মুদ্রা প্রাপ্তির সনদপত্র, নিবন্ধনের ছায়ালিপি, পণ্য বা সেবা সরবরাহ প্রদানের বিপরীতে ফরম “মূসক ৬.৩” এ প্রদত্ত চালানপত্র, সরবরাহকৃত পণ্য বা সেবায় ব্যবহৃত উপকরণ আমদানির সপক্ষে বিল অব এন্ট্রির মূল কপি বা উপকরণের সরবরাহকারী কর্তৃক ফরম “মূসক ৬.৩” এ প্রদত্ত চালানপত্র দখলে রাখিতে হইবে ও উপস্থাপিত দলিলপত্রাদির সত্যতা বিষয়ে ৩ (তিন) শত টাকার নন-জুডিশয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা সংশ্লিষ্ট কমিশনার বরাবর দাখিল করিতে হইবে; এবং

[___] উক্ত শিল্প প্রতিষ্ঠান কর্তৃক দাখিলযোগ্য প্রতি কর মেয়াদে পেশকৃত দাখিলপত্র “মূসক ৯.১” এ এই বিধির আওতায় প্রাপ্ত সুবিধাদি সংক্রান্ত তথ্যাদি উল্লেখ করিতে হইবে এবং প্রতি জানুয়ারি ও জুলাই মাসে এতদসংক্রান্ত ষান্মাসিক বিবরণী স্থানীয় মূল্য সংযোজন কর কার্যালয়ে দাখিল করিতে হইবে।]

Rule-18(Kha) | অভ্যন্তরীণ ব্যাক-টু-ব্যাক ঋণপত্রের বিপরীতে বৈদেশিক মুদ্রার বিনিময়ে পণ্য বা সেবা সরবরাহ

অভ্যন্তরীণ ব্যাক-টু-ব্যাক ঋণপত্রের বিপরীতে বৈদেশিক মুদ্রার বিনিময়ে পণ্য বা সেবা সরবরাহ—

(১) কোনো নিবন্ধিত ব্যক্তি অভ্যন্তরীণ ব্যাক-টু-ব্যাক ঋণপত্রের বিপরীতে বৈদেশিক মুদ্রার বিনিময়ে কোনো প্রকৃত রপ্তানিকারককে কোনো পণ্য বা সেবা সরবরাহ (যদি প্রযোজ্য হয়) করিলে উক্ত পণ্য বা সেবার সরবরাহ আইনের ধারা ২ এর দফা (৬২) এর অধীন প্রচ্ছন্ন রপ্তানি বলিয়া গণ্য করা হইবে।

(২) উপ-বিধি (১) এ বর্ণিত নিবন্ধিত ব্যক্তির ক্ষেত্রে আইনের ধারা ৬৪ অনুযায়ী দাখিলপত্র প্রদানের ক্ষেত্রে অভ্যন্তরীণ ব্যাক-টু-ব্যাক ঋণপত্রের বিপরীতে বৈদেশিক মুদ্রার বিনিময়ে কোনো রপ্তানিকারককে সরবরাহকৃত পণ্য বা সেবায় ব্যবহৃত উপকরণের ক্ষেত্রে উপকরণ কর, আইনের ধারা ৪৬ অনুযায়ী রেয়াত গ্রহণ এবং আইনের ধারা ৬২ ও বিধি ৪৫ অনুযায়ী সম্পূরক শুল্কের নিমিত্ত হ্রাসকারী সমন্বয় সাধন করা যাইবে।

(৩) উপ-বিধি (২) এ বর্ণিত ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকের অনুমোদিত কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ব্যাক-টু ব্যাক ঋণপত্র, রপ্তানী ঋণপত্রের অনুলিপি ও বৈদেশিক মুদ্রায় মূল্য প্রাপ্তির প্রমাণপত্র নিবন্ধিত ব্যক্তি কর্তৃক দখলে রাখিতে হইবে।

(৪) এই বিধিতে বর্ণিত সুবিধাদি প্রাপ্তিকল্পে প্রকৃত রপ্তানিকারকের কাস্টমস কর্তৃপক্ষ বা অন্য কোনো অনুমোদিত প্রতিষ্ঠান কর্তৃক অনুমোদিত বন্ডেড ওয়্যারহাউস বা স্পেশাল বন্ডেড ওয়্যারহাউস থাকিতে হইবে। অভ্যন্তরীণ ব্যাক-টু-ব্যাক ঋণপত্রের বিপরীতে সরবরাহতব্য পণ্য সংক্রান্ত তথ্যাদি যথা: ব্যাক-টু ব্যাক ঋণপত্র নম্বর ও তারিখ, প্রচ্ছন্ন রপ্তানিকারকের নাম ও ঠিকানা, পণ্যের বিবরণী ও পরিমাণ ও অানুষঙ্গিক অন্যান্য তথ্য প্রকৃত রপ্তানিকারকের অনুকূলে সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষ বা অন্য কোনো অনুমোদিত প্রতিষ্ঠান কর্তৃক ইস্যুকৃত ইউটিলাইজেশন পারমিশন (ইউপি) বা ইউটিলাইজেশন ডিক্লারেশন (ইউডি) এ উল্লেখ থাকিতে হইবে এবং বিধি ৪৫ অনুযায়ী সম্পূরক শুল্ক হ্রাসকারী সমন্বয়ের ক্ষেত্রে ফরম মুসক-৭.১ এর সহিত উক্ত ইউটিলাইজেশন পারমিশন (ইউপি) বা ইউটিলাইজেশন ডিক্লারেশন (ইউডি) এর অনুলিপিও সংযুক্ত করিতে হইবে। প্রয়োজনীয় পরীক্ষান্তে হ্রাসকারী সমন্বয় গ্রহণের অনুমতি প্রদানের সাথে সাথে সংশ্লিষ্ট ইউটিলাইজেশন পারমিশন (ইউপি) বা ইউটিলাইজেশন ডিক্লারেশন (ইউডি) এ উল্লিখিত তথ্যাদির যথার্থতা এবং সরবরাহকৃত পণ্যের প্রকৃত রপ্তানিকারকের পাশ বহি ও ওয়্যারহাউস রেজিস্টারে লিপিবদ্ধ করিবার বিষয়ে তথ্যাদি নিশ্চিত হইবার জন্য সংশ্লিষ্ট মূল্য সংযোজন কর কর্তৃপক্ষ প্রকৃত রপ্তানিকারকের বন্ড নিয়ন্ত্রণকারী সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করিবেন।

(৫) প্রকৃত রপ্তানিকারক সংগৃহীত পণ্য দ্বারা প্রস্তুতকৃত পণ্যের সংরক্ষণ, রপ্তানি বা অন্য কোনো প্রকারে নিষ্পত্তির বিবরণী সংশ্লিষ্ট পাশ বহি, রেজিস্টার বা বোর্ড কর্তৃক নির্ধারিত অন্যান্য দলিলপত্রে লিপিবদ্ধ করিবেন এবং বন্ড কর্মকর্তা দ্বারা উহা প্রত্যায়িত করাইবেন।

(৬) ব্যাক-টু-ব্যাক ঋণপত্রের মাধ্যমে সংগৃহীত পণ্য বা তৎদ্বারা প্রস্তুতকৃত পণ্য রপ্তানি করিতে ব্যর্থ হইলে রপ্তানিকারক উক্ত সংগৃহীত পণ্যের বিপরীতে রেয়াত বা হ্রাসকারী সমন্বয় হিসাবে যথাক্রমে গৃহীত উপকরণ কর ও সম্পূরক শুল্ক রপ্তানি ঋণপত্রের তামাদি তারিখ অথবা Customs Act, 1969 (IV of 1969) অনুযায়ী উক্ত পণ্য বন্ডেড ওয়্যারহাউস বা স্পেশাল বন্ডেড ওয়্যারহাউস এ সংগৃহীত হইবার তারিখ হইতে ২ (দুই) বৎসর অতিক্রান্ত হইবার তারিখ, যাহা পূর্বে হইবে, এর মধ্যে ফেরত প্রদানে বাধ্য থাকিবেন।