Rule-109 | মুসক পরামর্শক লাইসেন্স প্রদান পদ্ধতি

মুসক পরামর্শক লাইসেন্স প্রদান পদ্ধতি।-

(১) বোর্ড বিধি ১১০ এ বর্ণিত যোগ্যতাসম্পন্ন ব্যক্তিগণের নিকট হইতে ফরম “মূসক-১৮.১ এ নূসক পরামর্শক লাইসেন্সের আবেদন গ্রহণ করিবার লক্ষ্যে প্রতি বৎসর জুলাই মাসে একটি বাংলা ও একটি ইংরেজি দৈনিক পত্রিকা এবং নিজস্ব ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করিবে।

(২) যোগ্য প্রার্থীগণ প্রতি বৎসর জুলাই-ডিসেম্বর মেয়াদে বিধি ১৯১ এ বর্ণিত দলিলাদিসহ ৫ (পাঁচ) হাজার টাকা ফিসহ মহাপরিচালক, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি বরাবর আবেদন করিতে পারিবেন।

(৩) উপ-বিধি (২) এ উল্লিখিত আবেদনপত্র প্রাথমিক বাছাইয়ের পর পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য প্রার্থীদের তালিকা মহাপরিচালক, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি চূড়ান্ত করিবেন এবং উহা ওয়েবসাইটে প্রকাশ করিবেন।

(৪) মহাপরিচালক প্রাপ্ত আবেদনের ভিত্তিতে সুবিধাজনক সময়ে এতদূসংশ্লিষ্ট বিধিমালায় বর্ণিত সিলেবাস অনুযায়ী লিখিত পরীক্ষা গ্রহণ করিবেন এবং মৌখিক পরীক্ষার সময় দাখিলকৃত দলিলাদির সত্যতা নিশ্চিত করিবেন।

(৫) মহাপরিচালক পরীক্ষা গ্রহণের ১৫ (পনেরো) দিনের মধ্যে ফলাফল প্রকাশ করিবেন এবং উত্তীর্ণ প্রার্থীদেরকে নূসক নিবন্ধন গ্রহণ করিতে হইবে।

(৬) মহাপরিচালক মূসক নিবন্ধিত উত্তীর্ণ প্রার্থীগণকে যথাযথ নিরাপত্তা বৈশিষ্ট্য সংবলিত ফরম “মূসক-১৮.১ক” এ মূসক পরামর্শক লাইসেন্স প্রদান করিবেন।

(৭) বিলুপ্ত

(৮) মূল্য সংযোজন কর বিভাগে জাতীয় বেতন স্কেলের ৯ম গ্রেডের নিম্নে নহেন এমন পদে ন্যূনতম ৫ (পাঁচ) বৎসর কাজ করিবার অভিজ্ঞতাসম্পন্ন অবসরপ্রাপ্ত কর্মকর্তাগণকে উপ-বিধি (৪) এর অধীন পরীক্ষায় অংশগ্রহণ করিতে হইবে না।

(৯) এই আইন ও বিধিতে যাহা কিছুই থাকুক না কেন, মূল্য সংযোজন কর আইন, ১৯৯১ (১৯৯১ সনের ২২ নং আইন) এর অধীন প্রদত্ত মুসক পরামর্শক লাইসেন্সসমূহ এই আইনের আওতায় প্রদত্ত হইয়াছে বলিয়া গণ্য হইবে।