Rule-62 | জব্দকৃত রেকর্ড ও দলিলপত্র ফেরত প্রদান
জব্দকৃত রেকর্ড ও দলিলপত্র ফেরত প্রদান
(১) আইনের ধারা ৯১ এর উপ-ধারা (৩) এর উদ্দেশ্য পূরণকল্পে, বিধি ৬১ এর অধীন যে উদ্দেশ্যে রেকর্ড ও দলিলাদি জব্দ করা হইয়াছিল উহা নিষ্পন্ন হইলে, নিম্নবর্ণিত শর্তপূরণ সাপেক্ষে বিষয়টি নিষ্পত্তির ৭ (সাত) কার্যদিবসের মধ্যে নিবন্ধিত ব্যক্তির বরাবর ফেরত প্রদান করিতে হইবে, যথা:
(ক) চালানপত্রের মূলকপি ব্যতীত জব্দকৃত রেকর্ড ও দলিলাদির প্রতিলিপির প্রতিটি পৃষ্ঠায় নিবন্ধিত ব্যক্তি বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির সীলমোহরকৃত স্বাক্ষর গ্রহণ করিতে হইবে;
(খ) প্রয়োজনে, নিবন্ধিত ব্যক্তি কর চালানপত্রের প্রতিলিপিতে মূসক কর্মকর্তার স্বাক্ষর গ্রহণ করিতে পারিবেন।
(২) উপ-বিধি (১) এ উল্লিখিত জন্দকৃত রেকর্ড ও দলিলাদির প্রতিলিপি এতদ্সংক্রান্ত মামলার বৈধ দলিল হিসাবে গণ্য হইবে।]
Leave a Reply