Rule-33 | পুনঃবিক্রয়ের জন্য ক্রীত ব্যবহৃত (second hand ) পণ্যের ক্ষেত্রে সমন্বয়
পুনঃবিক্রয়ের জন্য ক্রীত ব্যবহৃত (second hand ) পণ্যের ক্ষেত্রে সমন্বয় —
(১) নিম্নবর্ণিত শর্তাদি পূরণ সাপেক্ষে, ব্যবহৃত পণ্য বিক্রির ব্যবসা বা কারবারের স্বাভাবিক নিয়ম অনুযায়ী বিক্রয় বা বিনিময়ের উদ্দেশ্যে (প্রস্তুতকরণের জন্য নয়) ক্রীত ব্যবহৃত পণ্যের ক্ষেত্রে কোনো নিবন্ধিত ব্যক্তি (ডিলার) একটি হ্রাসকারী সমন্বয় সাধন করিতে পারিবেন, যদি
(ক) পণ্যটি কোনো অনিবন্ধিত ব্যক্তির নিকট হইতে ক্রয় করা হয়;
খ) উক্ত সরবরাহ কোনো নিবন্ধিত ব্যক্তি কর্তৃক প্রদান করা হইত, তাহা হইলে সরবরাহটি করযোগ্য সরবরাহ হইত; ব্যবসায় ভ্যাট আইনের প্রয়োগ
(গ) ডিলার কর্তৃক পণ্যটি আমদানি করা না হয়;
(ঘ) ডিলার বা ব্যবসায়ী কর্তৃক পণ্যের পুনঃবিক্রয় একটি করযোগ্য সরবরাহ হয়; এবং (ঙ) বোর্ড কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে বিক্রয়াধীন এবং ক্রয় সংক্রান্ত সকল পুস্তক বা রেকর্ড ডিলার সংরক্ষণ করেন।
(২) হ্রাসকারী সমন্বয়ের পরিমাণ হইবে ব্যবহৃত পণ্য ক্রয়ের লক্ষ্যে ডিলার কর্তৃক পরিশোধিত পণের কর ভগ্নাংশের সমান।
(৩) যে কর মেয়াদে ডিলার পণ্যটি পুনরায় বিক্রয় করিবেন সেই কর মেয়াদে মূল্য সংযোজন কর
দাখিলপত্রে হ্রাসকারী সমন্বয় সাধন করিতে হইবে।
Leave a Reply