Rule-19 | আমদানি পর্যায়ে পরিশোধিত আগাম কর সমন্বয় ও ফেরত
আমদানি পর্যায়ে পরিশোধিত আগাম কর সমন্বয় ও ফেরত–
(১) আমদানি পর্যায়ে আগাম কর পরিশোধকারী নিবন্ধিত [*] ব্যক্তি ধারা ৩১ এর উপ-ধারা (৩) এ বর্ণিত করমেয়াদের দাখিলপত্রে পরিশোধিত সমুদয় আগাম কর হ্রাসকারী সমন্বয় সাধন করিতে পারিবেন।
(২) উপ-বিধি (১) এর উদ্দেশ্য পূরণকল্পে, নিবন্ধিত [**] ব্যক্তি সংশ্লিষ্ট কর মেয়াদের সমুদয় প্রদেয় কর হইতে পরিশোধিত সমুদয় আগাম কর বিয়োগ করিয়া হ্রাসকারী সমন্বয় সাধন করিবেন।
(৩) আমদানি পর্যায়ে আগাম কর পরিশোধকারী ব্যক্তি নিম্নবর্ণিত শর্ত ও পদ্ধতিতে পরিশোধিত সমুদয় আগাম কর ফেরত প্রদানের নিমিত্তে কমিশনারের নিকট আবেদন করিতে পারিবেন, যথা:
(ক) তাহাকে আমদানিকৃত পণ্যের সর্বশেষ ভোক্তা হইতে হইবে এবং তিনি বর্ণিত পণ্য অন্য কাহারো নিকট হস্তান্তর করিতে পারিবেন না;
(খ) যে তারিখে আগাম কর পরিশোধ করা হইবে সেই তারিখ হইতে [১২০ (একশত বিশ)] দিনের মধ্যে তাহাকে ফরম “মূসক-৪.১” এ নিকটবর্তী যেকোনো কমিশনার বরাবর অনলাইনে বা কাগুজে] আবেদন করিতে হইবে;
(গ) কমিশনার প্রাপ্ত আবেদন যাচাই-আন্তে যথাযথ প্রাপ্তি সাপেক্ষে আবেদনপ্রাপ্তির ১৫ (পনের) দিনের মধ্যে আবেদনকারীর অনুকূলে ফেরত প্রদানের বিষয়টি মঞ্জুরপূর্বক একটি ক্রসড চেক ইস্যু করিবেন অথবা আবেদনকারীর ব্যাংক হিসাবে মঞ্জুরীকৃত অর্থ স্থানান্তরের নির্দেশ প্রদান করিবেন।
Leave a Reply