Rule-12 | পরিবর্তিত তথ্য অবহিতকরণ
পরিবর্তিত তথ্য অবহিতকরণ
(১) ধারা ১৪ এর দফা [(ছ)] এর বিধান অনুয়ায়ী প্রত্যেক নিবন্ধিত বা ভালিকাভুক্ত ব্যক্তি অর্থনৈতিক কার্যক্রম সংশ্লিষ্ট উক্ত ধারার দফা (ক) হইতে (চ)] তে বিধৃত তথ্যসহ নিম্নবর্ণিত তথ্যের কোনোরূপ পরিবর্তন হইলে উহা তাৎক্ষণিকভাবে [বিভাগীয় কর্মকর্তাকে অবহিত করিবেন, যথা:
(ক) নিবন্ধন বা তালিকাভুক্তির সময় সরবরাহকৃত তথ্যের যেকোনোটিতে পরিবর্তন; (খ) নূতন ধরনের কোনো ব্যবসায় সংযোজন বা বিদ্যমান ব্যবসায়ের কোনোরূপ বিয়োজন;
(গ) ব্যাংক হিসাব পরিবর্তন, সংযোজন বা বিয়োজন;
(ঘ) নূতন শাখা ইউনিট চালু বা পুরাতন কোনো শাখা ইউনিট বন্ধকরণ;
(ঙ) বোর্ড কর্তৃক আদেশ দ্বারা নির্ধারিত অন্য কোনো পরিবর্তন।
(২) উপ-বিধি (১) এ উল্লিখিত পরিবর্তনের তথ্য অনলাইনে দাখিলের ক্ষেত্রে নিবন্ধিত বা তালিকাভুক্ত আবাসিক ব্যক্তি ফরম ‘মূসক-২.১’ এ, নিবন্ধিত অনাবাসিক ব্যক্তি ফরম ‘মূসক-২.২’ এ এবং কাগুজে আবেদনের ক্ষেত্রে ফরম মূসক- ২.৫’ এ তথ্য পরিবর্তিত হইবার ১৫ (পনের) দিনের মধ্যে [বিভাগীয় কর্মকর্তাকে] অবহিত করিবেন।]
(৩) উপ-বিধি (২) এর পরিবর্তিত তথ্যের কারণে ফরম “মূসক-২.৩” এ কোনো পরিবর্তন হইলে [বিভাগীয় কর্মকর্তা] নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তির অনুকূলে নূতন তথ্য সংবলিত একটি মূল্য সংযোজন কর নিবন্ধন সনদপত্র বা টার্নওভার কর তালিকাভুক্তিপত্র জারি করিবেন।
Leave a Reply