Section-96: দেওয়ানী কার্যবিধির অধীন মূসক কর্মকর্তার ক্ষমতা

দেওয়ানী কার্যবিধির অধীন মূসক কর্মকর্তার ক্ষমতা

(দেওয়ানী কার্যবিধির অধীন অর্থ আদায়ের ক্ষেত্রে দেওয়ানী আদালতের যে ক্ষমতা রহিয়াছে এই আইনের বিধানাবলী সাপেক্ষে, বকেয়া কর আদায়ের উদ্দেশ্যে ক্ষমতাপ্রাপ্ত মূসক কর্মকর্তার সেইরূপ একই ক্ষমতা থাকিবে।