Section-59: আমদানির উপর সম্পূরক শুল্ক আদায়
আমদানির উপর সম্পূরক শুল্ক আদায়-
(১) সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্যের পদ্ধতিতে আমদানি শুল্ক আদায় করা হয়, সেই একই সময় ও পদ্ধতিতে সম্পূরক ন্তে আদায় করিতে উপর যে সময় ও হইবে।
(২) এই আইনে ভিন্নরূপ বিধান না থাকিলে, পণ্য আমদানির ক্ষেত্রে, সম্পূরক শুল্ক আদায় এবং পরিশোধের উদ্দেশ্যে কাস্টমস আইনের বিধানাবলী (প্রয়োজনীয় সংশোধন এবং অভিযোজনসহ এমনভাবে প্রযোজ্য হইবে যেন আমদানির উপর প্রদেয় সম্পূরক শুল্ক একটি আমদানি শুল্ক।
(৩) উপ-ধারা (২) এর বিধানাবলীর সামগ্রিকতাকে ক্ষুন্না না করিয়া, কাস্টমস আইনের অধীন কোন পরিমাণ বন্ড বা গ্যারান্টির দাবী করা হইলে, উহা এমনভাবে হিসাব করিতে হইবে যেন প্রনের সম্পূরক শুল্ক আমদানি পণ্যের উপর একটি আমদানি শুল্ক
Leave a Reply